সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla. মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই-ডাকাতি প্রতিরোধে চালকদের মানববন্ধন

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই-ডাকাতি প্রতিরোধে চালকদের মানববন্ধন
    ছবি- কুমিল্লা মেইল

    আবু সাঈদ: সড়ক মহাসড়কে ছিনতাই -ডাকাতি প্রতিকার প্রতিরোধের   দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন হালকা মোটরযান চালক ও মালিকরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। রবিবার (০২ ফেব্রুয়ারী ) সকাল ৯টা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে চালক ও মালিকরা। সকাল ১০টায় কয়েক শতাধিক মালিক ও চালক মহাসড়কের ঢাকামুখী সড়কের পাশে মানববন্ধনে দাড়ায়। ধীরে ধীরে কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা উপজেলার হালকা মোটরযান মালিক ও চালকরা যোগ দিলে ১০:৫৫ মিনিটে মহাসড়কের উভয় পাশের সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয় মানববন্ধনে অংশগ্রহণ কারীরা। এ সময় হাইওয়ে পুলিশের অনুরোধে বেলা ১১:১৫ মিনিটে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। চালক শ্রমিকদের দাবি পূরণের নিশ্চিতা দিতে না পারায় পূণরায় মানববন্ধনে দাড়ায় চালকরা।এ সময় তারা জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত রাতের আঁধারে যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেট কারে হামলা, চালকদের কে গুম করে ফেলা ও নৃশংসভাবে হত্যা, গাড়িতে ডাকাতি, ছিনতাই এবং বিদেশ থেকে আসা রেমিটেন্স যোদ্ধাদের গাড়িতে অহরহ হিজরাদের আক্রমণ,মোটা অংকের চাঁদা দাবি, চাঁদা না দিলে তাদেরকে হেনস্তা করা হচ্ছে। এতে করে চালকদের জীবন হুমকির মুখে পড়ছে। ডাকাত চক্র ডাকাতি শেষে চলে যাওয়ার সময় চালকদের কৌশলে যাত্রীদের কাছে অপরাধী বানিয়ে দিয়ে যাচ্ছে। এতে করে চালকরা বিনা অপরাধে জেল জুলুমের শিকার হচ্ছে। এই ধরনের হয়রানি থেকে মুক্তির জন্য মহাসড়কে নিরাপত্তার চান চালক ও মালিকরা। 

     ১১:৪৫ মিনিটের দিকে দ্বিতীয় দফায় আবারো সড়ক অবরোধ করা হয়। ১১:৫২ মিনিটে সড়ক থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আলোচনায় বসেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর। এসময় দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক সহ পুলিশের আরো একাধিক কর্মকর্তা ও বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি সাগর মাহমুদ টিপু। সাধারন সম্পাদক মিরাজ খান বিভিন্ন উপজেলার রেন্ট-এ-কারের সভাপতি সাধারণ সম্পাদকদেরকে নিয়ে আলোচনা করেন। বেলা সাড়ে ১২টায় চালকদের উদ্দেশ্য এএসপি ফয়সাল তানভীর বক্তব্য রাখেন। মহাসড়ক নিরাপদ রাখতে চালকদের দাবিদাবাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর আশ্বাস দেন তিনি। এসময় তিনি মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি মেনে নিয়ে চালক মালিক ঐক্য পরিষদ নেতাদের সাথে আলোচনার অনুরোধের আশ্বাসে হালকা মোটরযান চালকরা মানববন্ধন সমাপ্ত করেন । পরে ১টার দিকে যানচলাচল স্বাভাবিক হ


    add